জকিগঞ্জে রণজিত রাম দাসের পোড়াবাড়ি পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত ডিআইজি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ

Tuesday, April 8, 2014

জকিগঞ্জে রণজিত রাম দাসের পোড়াবাড়ি পরিদর্শন করেছেন


সিলেটের অতিরিক্ত ডিআইজি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ


জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের পোড়াভিটাটি সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অব পুলিশ সাখাওয়াত হোসেইন পরিদর্শন করেছেন।

মঙ্গলবার ৮ এপ্রিল উপজেলার সিরাজপুর গ্রামে রণজিত রাম দাসের পোড়া বাড়িতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জামশেদ আলমসহ একদল পুলিশ নিয়ে তিনি উপস্থিত হলে বিভিন্ন গ্রামের কয়েকশ লোক সমবেত হয়ে তার কাছে রবিবার রাতে সন্ত্রাসীদের বর্বরতার বিবরণ দেন।

অতিরিক্ত ডিআইজি উপস্থিত লোকজনের বক্তব্য শোনার পর মামলার আইওকে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কড়া নির্দেশ দেন।

উপজেলা শ্রমিক দলের নেতা ফেরদৌস আলম চৌধুরীর নেতৃত্বে ওই রাতে সন্ত্রাসীরা একই গ্রামের সুনু মিয়া ও ক্ষিরোদ রাম দাসের বাড়িতে হামলা করে সবকিছু তছনছ করে এবং রণজিত রাম দাসের বসতঘর পুড়িয়ে দেয়। এতে এলাকাবাসী প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে উঠেন।

রাতেই পুলিশের এসআই মো. আলী খানের নেতৃত্বে পুলিশ ও এলাকার কয়েকটি গ্রামের লোকজন সন্ত্রাসীদের ধাওয়া করেন। অবশেষে রাত ১টায় বিভিন্ন গ্রামের মসজিদে মাইকিং করে চতুর্দিকে ঘেরাও করে ফেরদৌস আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়।

এই সন্ত্রাসীকে গ্রেফতারের সংবাদে এলাকায় স্বস্তির ফিরে এসেছে। গভীর রাতেই ফেরদৌস আলম চৌধুরীর উপযুক্ত শাস্তি দাবি করে এলাকার শতশত মানুষ মিছিল করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License