আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে না দেয়ায় সরকারি মহিলা কলেজে ব্যাপক ভাংচুর করেছে ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। লাঞ্ছিত করেছে শিক্ষকদের। এ ঘটনায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
কলেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা চলছিল। এ সময় কয়েকজন যুবক বইয়ের পাতা ছিড়ে আনা কাগজ দেখে নকল করার চেষ্টা করে। আবার কেউ কেউ মোবাইলে মেসেজের মাধ্যমে নকল সাপ্লাই দেয়। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত শিক্ষকরা তাদের বিরুদ্ধে ব্যবস’া নেন। পরীক্ষার্থীদের নিকট থেকে এক ডজনেরও বেশী মোবাইল জব্দ করেন। হাতেনাতে নকল ধরে ৩ জনকে বহিস্কারও করা হয়। তারা হচ্ছে- ইশরাত জাহান শেফা, আব্দুল কাদির ও কৃষ্ণধন চৌধুরী। বহিস্কারের পর পরই তারাসহ নকল না করতে পারা শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে ছাত্রলীগ নামধারী কয়েকজন যুবক কলেজে এসে ব্যাপক ভাংচুর চালায়। তাদের তান্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে কলেজের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন। ওই কক্ষগুলোতেও তারা হামলা চালায়। এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি মোস-ফা কামাল আজাদ রাসেল। কলেজের অধ্যক্ষ জাহানারা খাতুন জানান, আমি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মারাত্মক আতঙ্কে আছি। আমরা নিরাপত্তাহীন। হামলাকারীদের কাউকেই আমরা চিনতে পারিনি।
তিনি বলেন, আমরা বার বার শিক্ষার্থীদের বলেছি পরীক্ষা হলে মোবাইল ব্যবহার করা যাবেনা। বাইরে ব্যানারও টানিয়ে দিয়েছি। তার পরও তারা শুনেনি।
এইচএসসি পরীক্ষায় নকলে বাধাদান হবিগঞ্জে মহিলা কলেজে হামলা ভাংচুর
Thursday, April 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment