সিলেটে চারদফা দাবি আদায়ে বিমান ভবনের সামনে দেড়ঘণ্টা
অবস্থান ধর্মঘট পালন করলেন ট্রাভেল এজেন্টস মালিকরা
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ট্রাভেল এজেন্টস মালিকরা বাংলাদেশ বিমানের সিলেট কার্যালয়ের সামনে দেড়ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেছেন।
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি সবধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালুসহ চারদফা দাবিতে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব সিলেট জোন এই কর্মসূচি ঘোষণা করেছিল।
বুধবার সকাল ১১টা থেকে সিলেট মহানগরীর মজুমদারী এলাকায় অবস্থিত বিমান ভবনের প্রধান ফটকে এই অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে বিপুল সংখ্যক ট্রাভেল এজেন্টস মালিক যোগ দেন।
আটাব সিলেট জোনের দাবিগুলোর মধ্যে রয়েছে, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি সবধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালু করা, সিলেট-ঢাকা-সিলেট অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা, সপ্তাহে অন্ততঃ ২ দিন সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইট চালু করা ও সিলেট-লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু করা।
অবস্থান ধর্মঘট চলাকালে আটাব নেতৃবৃন্দ অবিলম্বে তাদের সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। তাদের সাথে সংহতি প্রকাশ করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটাব সিলেট জোন চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল কেন্দ্রীয় নেতা আতাউর রহমান, খন্দকার সিপার আহমদ প্রমুখ।
No comments:
Post a Comment