বানিয়াচংয়ে ধানের জমিতে পাওয়া গেছে এক কিশোরীর
কংকাল ॥ শনাক্ত করেছেন স্বজনরা
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ধানের জমি থেকে মানুষের একটি কংকাল উদ্ধার করা হয়েছে।
সোমবার ৭ এপ্রিল দুপুরে বানিয়াচং থানার এসআই মধুসূদন রায় উপজেলার কাগাপাশা ইউনিয়নের অইদরপুর হাওর থেকে কংকালটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত কংকালটি ওই ইউনিয়নের ইছবপুর গ্রামের মৃত আজমান উল্লাহর মেয়ে জনি বেগমের (১৬) বলে এলাকাবাসী শনাক্ত করছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, ইছবপুর গ্রামের আবদুল হকের ছেলে আব্দুর রহিমের সঙ্গে প্রেমের টানে তিন সপ্তাহ পূর্বে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রতিবেশী জনি বেগম; কিন্তু কয়েকদিন পরে আব্দুর রহিম বাড়ি ফিরে এলেও জনি বেগম নিখোঁজ থেকে যায়। তকে ফিরিয়ে দিতে তার আত্মীয়স্বজন আব্দুর রহিম ও তার পরিবারকে চাপ দেন। এক পর্যায়ে আব্দুর রহিম ও তার পরিবারের সদস্যরা এলাকা থেকে পালিয়ে যায়।
উমরপুর গ্রামের আব্দুন নূর তার ধানের জমি দেখতে গিয়ে জমির মধ্যে কংকালের সন্ধান পান। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ কংকালটি উদ্ধার করে। কংকালের পাশে পড়ে থাকা জামা ও চুলের ক্লিপ দেখে জনি বেগমের পরিবারসহ এলাকাবাসী কংকালটি জনি বেগমের বলে শনাক্ত করেন।
No comments:
Post a Comment