জকিগঞ্জে বসতঘর পুড়িয়ে দিয়ে হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারকে পথে বসিয়ে দিলেন শ্রমিক দলের এক নেতা ।। আটক পুলিশের হাতে

Monday, April 7, 2014

জকিগঞ্জে বসতঘর পুড়িয়ে দিয়ে হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারকে পথে


বসিয়ে দিলেন শ্রমিক দলের এক নেতা ।। আটক পুলিশের হাতে


জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি নিরীহ পরিবারের বাড়িঘর জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতা পুড়িয়ে দিয়েছেন।

এই অমানবিকতার ফলে হিন্দু সম্প্রদায়ের ওই পরিবারটি সবকিছু হারিয়ে পথে বসতে চলেছে।

জলমহাল নিয়ে কথা কাটাকাটির জের ধরে রবিবার ৬ এপ্রিল রাতে মানিকপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত ছত্রিশ রাম বিশ্বাসের ছেলে রনজিৎ রাম বিশ্বাসের বসতঘর শ্রমিকদল নেতা মনসুরপুর গ্রামের নজমুল আলম চৌধুরীর ছেলে ফেরদৌস আলম চৌধুরী তার সাঙ্গপাঙ্গদের নিয়ে পুড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

ওইদিন জকিগঞ্জ উপজেলা পরিষদে জলমহালের ইজারাকে কেন্দ্র করে রনজিৎ রাম বিশ্বাসের সাথে ফেরদৌস আলম চৌধুরীর কথা কাটাকাটি হয়। এর জের ধরেই শ্রমিক দল নেতা রাতে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রনজিৎ রাম বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় পরিবারের লোকজন ঘর থেকে বের হতে সক্ষম হলেও পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র, গৃহপালিত ছাগল, হাঁস, মোরগ ও কবুতরসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া রাতেই এলাকবাসীর সহায়তায় পুলিশ ফেরদৌস আলম চৌধুরীকে আটক করে।

এ ঘটনায় সোমবার রনজিৎ রাম বিশ্বাস বাদি হয়ে ফেরদৌস আলম চৌধুরী ও এওলাসার গ্রামের আছদ্দর আলীর ছেলে জবু আহমদসহ অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশ বাদি হয়ে অপর একটি মামলা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দালের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License