আমাদের সিলেট ডটকম:
জৈন্তাপুর উপজেলার সারীঘাট, সারী নদীতে নৌকা ডুবে এক বারকি শ্রমিক মৃত্যুবরণ করেছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সারী নদীর থুবাং অংশে এই দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, একটি খালি বারকি নৌকা বালু ভর্তি অপর নৌকার মধ্যে সংঘর্ষে বাধেঁ। তখন বালু ভর্তি নৌকা পানিতে তলিয়ে যায়। এসময় নৌকার শ্রমিক চারিকাট ইউনিয়নের বাউরভাগ দক্ষিণ গ্রামের বাসিন্দা আজির উদ্দিনের পুত্র মো. ফয়েজ উদ্দিন (২৭) নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয় ভাবে চেষ্টা করে নিখোঁজ শ্রমিক ফয়েজ উদ্দিনের কোন সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী ঘটনাস্থলে একদল ফোর্স প্রেরন করেন।
তিনি সিলেট ফায়ার ব্রিগেড সার্ভিস কে বিষয়টি অবগত করেন। পরে ফায়ার ব্রিগেড সাভিসের্র একটি ডুবুরী দল প্রায় ২ঘন্টা অভিযান চালিয়ে সারী নদীর থুবাং পয়েন্ট থেকে লাশ উদ্বার করে। টিম লিডার মজনু মিয়ার নেতৃত্বে চার সদস্যের ডুবুরী দল অভিযান পরিচালনা করেন। ডুবুরী কবির হোসেন দুপুর ১টার দিকে লাশ উদ্বার করেন। এ সময় দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, নিজপাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সদস্য আব্দুস শুকুর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপসি’ত ছিলেন। পরে লাশ আত্মীয় স্বজন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে। বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে তার গ্রামের গোরস্থানে দাফন করা হয়।
সারী নদীতে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু
Monday, April 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment