আমাদের সিলেট ডটকমঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) ও এক কিশোরী (১২) নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে অজ্ঞাতপরিচয় পথচারী ওই ব্যক্তি ও কিশোরী রতনপুর বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
পরে হাইওয়ে পুলিশ মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুরে মাইক্রোবাস চাপায় নিহত ২
Tuesday, April 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment