দাবি-দাওয়া মেনে নেয়ায় সিলেট সরকারি এমসি কলেজের
শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে
নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি এমসি কলেজ কর্তৃপক্ষ আইসিটি মাস্টার্স শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পরীক্ষা ফি আদায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে নেয়া হয়েছে।
সরকারি এমসি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন ২শ টাকা হারে বার্ষিক ২ হাজার ৪শ টাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে আইসিটি পরীক্ষা ফি ৮শ ৫০ টাকা আদায় করতে থাকলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তারা ফরম পূরণ থেকে বিরত থাকে এবং ক্লাশ ও পরীক্ষা বর্জন করে।
এ ছাড়া শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রবিবার দুপুর ১২টার মধ্যে দাবি-দাওয়া মেনে নেয়ার সময়সীমা বেঁধে দিয়ে ঘোষণা করে, অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে।
শিক্ষার্থীরা জানায়, প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত আইসিটি পরীক্ষা ফি ছিল ৭শ ৫০ টাকা। পরে তা কমিয়ে ৫শ টাকা করা হয়; কিন্তু সরকারি এমসি কলেজ কর্তৃপক্ষ ৩শ ৫০ টাকা করে বেশি আদায়ের সিদ্ধান্ত নেন।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে সরকারি এমসি কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত পরীক্ষা ফি প্রত্যাহার করে বিজ্ঞপ্তি প্রকাশ করলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।
শিক্ষার্থীরা তারা দাবি পূরণ করায় সরকারি এমসি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে।
No comments:
Post a Comment