বিএনপি নেতা আবুল কাহের শামীম ও আলী আহমদের
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হলো
নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।
রবিবার দলের যুুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমে তাকে বিএনপি সমর্থন দেয়; কিন্তু একদিন পর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ জামাল নূরুল হুদাকে সমর্থন দিয়ে আবুল কাহের শামীমকে দল থেকে বহিষ্কার করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশফাক আহমদ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। দ্বিতীয় স্থান লাভ করেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল কাহের শামীম। অন্যদিকে দলের সমর্থিত প্রার্থী শাহ জামাল নূরুল হুদা তৃতীয় হন।
একইভাবে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করে নেয়া হয়েছে।
No comments:
Post a Comment