গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের
অপতৎপরতা ॥ পত্রিকা বিক্রির আড়ালে চলছে সদস্য সংগ্রহ
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকাগুলোতে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের অপতৎপরতা চলছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, পলাশবাড়ী উপজেলা সদরের বাঁশকাটা, ময়েশপুর, নিশ্চিন্তপুর ও উদায় সাগর এলাকায় বাসা ভাড়া নিয়ে কয়েকজন পুরুষ মহিলা দলের মুখপত্র হিসেবে পরিচিত 'দেশেরপত্র' পত্রিকা বিক্রির আড়ালে পাঠকদের হাতে কৌশলে জিহাদি বই তুলে দিচ্ছে।
মহিলাদের মাধ্যমে পত্রিকা বিক্রির ফলে পাঠকদেরও আগ্রহ সৃষ্টি হচ্ছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় তারা নামমাত্র কয়েক কপি পত্রিকা বিক্রি করে; কিন্তু তাদের মূল উদ্দেশ্য সদস্য সংগ্রহ করা। এলাকার চিহ্নিত কতিপয় ব্যক্তির সহযোগিতায় সংঘবদ্ধ এই চক্রটি বিভিন্ন পন্থায় পাঠক তৈরি করে সংগঠনের সদস্যভুক্ত করছে।
গত দুমাস ধরে এই অশুভ তৎপরতা চললেও স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে হিজবুত তাহরিরের কার্যক্রমের পরিধি বাড়ছে। এতে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
No comments:
Post a Comment