আমাদের সিলেট ডটকমঃ
ফেঞ্চুগঞ্জে চোরচক্র বেপরোয়া হয়ে উঠেছে। একই রাতে ৩টি বাড়ী থেকে ৬টি গরু চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি একই রাতে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ৯ এপ্রিল রাতে ফেঞ্চুগঞ্জের দুটি গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আজির উদ্দিন, চৈতন মিয়া এবং টুটেল মিয়ার গোয়ালঘর থেকে গভীর রাতে চোরচক্র প্রত্যেকের দুটি করে ৬টি গরু নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় সোয়া লক্ষ দুই লক্ষ টাক মূল্যের। ঐ দিকে একই রাতে উপজেলার দনারাম গ্রামের জামে মসজিদ সংলগ্ন ২৪ জন গ্রাহকের ১০ কেবিএ টান্স ফরমা, ঐ গ্রামের আব্দুল হক সহ ১৬ জন গ্রাহকের ১০ কেবিএ টান্স ফরমা এবং ১৫ কেবিএ ৩টি টান্স ফরমা চুরি করে নিয়ে যায়। পুরো এলাকায় ঐ রাতে বিদ্যুৎ ছিল না।
ইতিপূর্বে এ চক্রটি ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ব্যাপক গর্ব চুরির ভয়ে গর্ব পালন ছেড়ে দিয়েছিল। এ চক্রটি কয়েকমাস গরু চুরি বিরতি দিলেও ইদানিং চক্রটি আবারো বোপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার উপ পরিদর্শক ময়নুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান দুটি এলাকার ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
ফেঞ্চুগঞ্জে একই রাতে ৬টি গরু ৩টি ট্রান্সফরমার চুরি
Thursday, April 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment