আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৰে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষে অন্তত: ২০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বাগিরঘাট গ্রামের আশু মিয়া ও মামুন মিয়ার মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে আশু মিয়া দলবল নিয়ে বিরোধপূর্ণ ভূমিতে দেয়াল নির্মাণ শুরু করেন।এ সময় অপর পক্ষ বাধা দিলে উভয় পৰ সংঘর্ষ বাধে। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলাকালে ইট পাটকেল নিৰেপের পাশাপাশি অন্তত ২০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় নঈম উদ্দিন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে গোলাপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোলাপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ দু’পক্ষের গুলি বিনিময়
Tuesday, April 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment