বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত করে
পুনঃনির্বাচনের দাবিতে ১৯ দলের স্মারকলিপি পেশ
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনঃনির্বাচন দেয়ার দাবিতে উপজেলা ১৯ দলীয় জোট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার ৮ এপ্রিল দেয়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, ৩১ মার্চ অনুষ্ঠিত বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনটি ছিল পূর্ব পরিকল্পিত এবং পাতানো। এতে ৩০টি ভোটকেন্দ্রে আগে থেকেই বিজয়ী প্রার্থী আতাউর রহমান খানের 'আনারস' প্রতীকের প্রায় ১০ হাজার ব্যালট পেপার সিল মেরে ভোটবাক্সে ঢুকানো হয়েছিল। এছাড়া সরকার দলীয় সংগঠনের কয়েকশ নেতাকর্মী বিয়ানীবাজার পৌরসভা, মাথিউরা ইউনিয়ন ও তিলপাড়া ইউনিয়নের সবকটি কেন্দ্র জোরপূর্বক দখল করে সারাদিন 'আনারস' প্রতীকে জাল ভোট প্রদান করে।
আরো অভিযোগ করা হয়, ভোট গণনার সময় কয়েকটি কেন্দ্রে অতি উৎসাহী কতিপয় পোলিং কর্মকর্তার সহায়তায় সরকার সমর্থিত প্রার্থীর এজেন্টরা ১৯ দলীয় সমর্থিত প্রার্থী আব্দুল মান্নানের 'ঘোড়া' প্রতীকের ভোটগুলোতে ডাবল সিল মেরে ৪ হাজার থেকে ৫ হাজার ভোট নষ্ট করে দেয়। ইতোমধ্যে ১৯ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ওই পাতানো নির্বাচনকে প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদান করালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও ১৮ দলীয় জোটের আহবায়ক আব্দুল মতলিব, সদস্য সচিব নজমুল হোসেন পুতুল, বিএনপি নেতা দেলওয়ার হোসেন মুক্তা, আতাউর রহমান, হাফিজুর রহমান, মাসুক উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলাম উদ্দিন, লিয়াকত আলী, জসিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক দৌলা হোসেন সুবাস, জাকারিয়া আহমদ, জামিল আহমদ প্রমুখ।
No comments:
Post a Comment