আমাদের সিলেট ডটকম:
সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জন্য অধিগ্রহনকৃত ভুমি নিয়ে দেখা দেয় জঠিলতা। প্রকৃত মালিকদের নোটিশ না দিয়ে সীমানা নির্ধারনসহ লাল পতাকা উত্তোলনে ভূমির মালিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তারা সীমানা নির্ধারনী ও পতাকা করে নিতে বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
অভিযোগে প্রকাশ, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জন্য সিলেট সদর উপজেলার হাজিরাই এবং গোলাপগঞ্জ উপজেলার আমধরপুর ও হাতিমনগর মৌজার কতেক ভুমি অধিগ্রহন করা হয়। ১৯৫৬ সালের রেকর্ড অনুযায়ী ওই ভুমি খাস জমি বলে অধিগ্রহন করা হলে ভুমির প্রকৃত মালিক ও প্রাইভেট কোম্পানীগুলোর প্রতিনিধিরা এতে আপত্তি জানান । কিন্ত তাদের আপত্তি আমলে না নিয়ে এবং তাদের নোটিশ না করে অধিগ্রহন করা ভুমির উপর লাল পতাকা টানিয়ে সীমানা নির্ধারানের কাজ শুর্ব করা হয়। এতে করে ভুমির মালিক দখলকারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে দেয়া স্মারকলিপিতে ভুমির প্রকৃত মালিক দখলদারদের নোটিশ প্রদান ও ভূমির ন্যায্য মূল্য নির্ধানের আগে স্থাপিত পতাকা ও সীমানা নির্ধারনী কাজ প্রত্যাহারের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইউপি চেযারম্যান কবির আহমদ, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফার্বক আহমদ মিসবাহ, হাফিজ মজির উদ্দিন, সৈয়দ হাসিন আহমদ মিন্টু, একেএম আসাদুস সামাদ, ইউনূছ আলী, মহির আহমদ মেম্বার, নেহারঞ্জন দাস, সুভাস চন্দ্র রায়, কাওসার হোসেন শাহিনসহ তিন মৌজার ২শতাধিক মানুষ।
সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের অধিগ্রহনকৃত ভুমি নিয়ে জঠিলতা: পতাকা ও সীমানা নির্ধারনী প্রত্যাহার দাবি
Thursday, April 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment