যৌন হয়রানী ইস্যুতে সরব শাবি: অভিযুক্তদের বিচার দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা

Tuesday, April 8, 2014

আমাদের সিলেট ডটকম:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের কর্মচারী কর্তৃক একই বিভাগের ছাত্রীর যৌন হয়রানি এবং ঐ ছাত্রীর ব্যাপারে শিক্ষকের কটুক্তির প্রতিবাদে অব্যাহত কর্মসূচি পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত কর্মচারী আবু সালেহকে স্থায়ী বহিস্কার, ছাত্রীকে কটুক্তিকারী ও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নিপীড়নকারী শিক্ষক নাসির উদ্দিনকে চাকরীচ্যুত করা ও ঘটনায় নীরব ভূমিকা পালন করে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগে বিভাগীয় প্রধানকে স্বপদ থেকে অব্যাহতি দেয়ার দাবীতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত হয়। এতে লোকপ্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগের প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিলও বের করে শিক্ষার্থীরা।জাহানারা ইমাম হল ও সিরাজুন্নেছা হলের আবাসিক ছাত্রীদের ব্যানারে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

এদিকে, ছাত্রীকে কটুক্তিকারী শিক্ষক নাসির উদ্দিন ছাড়াও আরো কয়েকজন শিক্ষকের বিরুদ্ধেও শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। এদের মধ্যে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সামিউল ইসলাম ও মাহমুদ হাসান অন্যতম।

এতে ওই শিক্ষকগণের বিরুদ্ধে বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, নম্বর প্রদানে পক্ষপাতিত্ব, ক্লাসে ছাত্রীদের দাঁড় করিয়ে তাচ্ছিল্য করা, ভাইভা পরীক্ষায় ছাত্রীদের হিজাব-নেকাব খুলতে বাধ্য করা ও বোরকা পড়া নিয়ে বিভিন্ন কটুক্তি করার অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে লোক প্রশাসনের কয়েকজন শিক্ষার্থী জানান, সামিউল ইসলামের মানসিক অত্যাচারে বিভাগের এক ছাত্রী আত্মহত্যারও চেষ্টা করে। কিন্তু ভয়ে তার ব্যাপারে কেউ মুখ খুলতে পারছেন না।

যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্তদের সাথে ওই শিক্ষকগণের বিষয়টিও তদন্তে নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া, প্রক্টর হিমাদ্রি শেখর, নিবন্ধক মুহাম্মদ ইশফাকুল হোসেনের কাছে যৌন হয়রানিসহ বিভাগের বিভিন্ন সমস্যার কথা বলেন শিক্ষার্থীরা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License