জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্তে
ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী নাগরিক নিহত
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দেলওয়ার হোসেন (১৮) নামের এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে।
মঙ্গলবার ৮ এপ্রিল বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে।
দেলওয়ার হোসেন গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামের শাহ আলমের ছেলে। সে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ভারতে ঢুকে পড়লে সে দেশের খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
বিজিবি জানায়, বিছনাকান্দি সীমান্ত এলাকার ১২৬২নং পিলারের কাছে দেলওয়ার হোসেন মারা যায়। বিকেল ৪টার দিকে বিএসএফ ১০৮ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বিজিবিকে এ ব্যাপারে অবহিত করনে।
দেলওয়ার হোসেনের লাশ ভারতের শিলংয়ের পেংটা এলাকায় ভারতীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
তবে লাশ ফিরিয়ে আনতে বিএসএফের সাথে বিজিবির আলোচনা চলছে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
No comments:
Post a Comment