সিলেটে আওয়ামী লীগের কর্মীসভায় হানিফ : তারেক রহমান
ইতিহাস বিকৃত করে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করছে
বাসস : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, তারেক রহমান বিগত সময়ে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার ১০ এপ্রিল দুপুরে সিলেট সাকির্ট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, তারেক রহমান নির্লজ্জ, মিথ্যাবাদী ও মূর্খ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধকে নিয়ে তার মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, তারেক জিয়া ৪ বার পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করেছে। সে ঢাকায় বসবাস করে মানিকগঞ্জ গিয়ে এইচএসসি পাশ করে। অল্পবিদ্যা যে ভয়ংকর তারেক জিয়া তাই প্রমাণ করছে।
সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় যৌথ কর্মীসভায় বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাংসদ মুহিবুর রহমান মানিক, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, বর্তমান সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ্ ফরিদ আহমদ, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি প্রকৌশলী এজাজ আহমদ, জেলা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাভোকেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, ফয়জুল আনোয়ার আলাউর, মহানগর আওয়ামী লীগ নেতা শোয়েব আহমদ চৌধুরী, অ্যাডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ, জগনাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল মুমিন চৌধুরী প্রমুখ।
No comments:
Post a Comment