আমাদের সিলেট ডটকম:
গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারীরা বগাইয়া এলাকায় এক বাংলাদেশী কিশোরকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।
নিহত কিশোরের নাম দেলোয়ার হোসেন। সে বিছনাকান্দি মুসলিম পাড়া এলাকার শাহ আলমের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, আজ বেলা আড়াইটার দিকে দেলোয়ার সীমান্তের ১২৬২ নং পিলারের কাছে বগাইয়া এলাকায় কাঠ কুড়াতে যায়। এ সময় আকস্মিকভাবে সীমান্তের অপার থেকে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে দেলোয়ার সেখানেই লুটিয়ে পড়ে।
বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দেলোয়ারের লাশ সীমান্তের জিরো লাইনের উপর পড়েছিল।
হত্যাকান্ডের বিষয়টি বিজিবিকে অবহিত করেছেন স্থানীয় জনতা।
No comments:
Post a Comment