আমাদের সিলেট ডটকম:
তাহিরপুরে মক্তবের জায়গা দখলে নিতে মরিয়া প্রভাবশালী চক্র, সংঘর্ষে মহিলা সহ আহত ১০।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শী্রপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে সাইকুল ইসলাম ও আব্দুর রউফ নামক ২ ব্যাক্তির নিজ উদ্যেগে তাদের অর্থায়নে নিজস্ব জায়গা জমিতে আরবী শিক্ষার জন্য ৬ বছর পুর্বে একটি মক্তব প্রতিষ্ঠা করা হয়। বিগত বছর ঘুর্নিঝড়ে মক্তবটি বিধ্বস- হয়ে ভেঙ্গে পড়লে একই গ্রামের সিরাজ মিয়া, সামছু মিয়া, জব্বার মিয়া, ছাত্তার মিয়া গংরা মক্তবের টিন ও আসবাপত্র জোর পুর্বক নিয়ে যায় এবং তখন থেকেই মক্তবের জায়গাটি তাদের দখলে নিতে উঠেপড়ে লাগে, এবং বিভিন্ন সময় জায়গা দখলের চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় সিরাজ মিয়া সামছু মিয়া গংরা মক্তবের জায়গা ও সাইকুল মিয়া গংদের বসত বাড়ির জায়গা দখল করতে সাঙ্গপাঙ্গ নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সাইকুল মিয়ার বসত বিিড়তে এসে তাদের পরিবারের উপর হামলা চালায় ও বসত বাড়ির দুটি ঘর আগুনে পুড়ে ফেলে।
এ ঘটনায় সাইকুল মিয়ার পক্ষের ২ মহিলা সহ ৬ জন গুরুতর আহত হয়।, আহতরা হলো ছফিনা খতুন (২৫), নবিজা খাতুন (৪০), সাইকুল ইসলাম (৬৫), শাহ আলমগীর (৩৫), এমরান মিয়া (৩০), কুতুব আলী (২৫)। এ সময় হামলাকারীদের মধ্যে সুজন মিয়া (২৫), আহাদ নুর (২৮), হাফিজ মিয়া (৩০) আহত হয়। আহতদের সবাই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসেম আনসারী বলেন, আহতদের মধ্যে দু-তিন জনের অবস’া গুরুতর।
এ ব্যাপারে সাইকুল মিয়ার পক্ষে হামলাকারীদের অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উলেৱখ্য সিরাজ মিয়া, সামছু মিয়া গংরা আব্দুর রউফ মিয়ার ১ একর বোরো জমি জোর পূর্বক ২ বছর ধরে দখলে রেখেছে বলে স’নীয় সুত্রে জানা যায়।
তাহিরপুরে ভূমি নিয়ে সংঘর্ষ : আহত ১০
Thursday, April 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment