জকিগঞ্জে রণজিৎ দাসের ঘর পোড়ানার অপরাধে গ্রেফতারকৃত
ফেরদৌস চৌধুরীকে সেই জলমহাল ইজারা দেয়ার পায়তারা
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে সিরাজপুরে রণজিৎ রাম দাসের ঘর পুড়িয়ে দেয়ার অপরাধে পুলিশের গ্রেফতার করা শ্রমিক দল নেতা ফেরদৌস আলম চৌধুরীকেই বিরোধীয় জলমহালটি ইজারা দেয়ার পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জকিগঞ্জ উপজেলা পরিষদে রবিবার ৬ এপ্রিল ওই জলমহাল ইজারা নিয়ে কথা কাটাকাটির জের ধরেই উপজেলা শ্রমিক দল নেতা মনসুরপুর গ্রামের ফেরদৌস আলম চৌধুরী তার সাঙ্গপাঙ্গদের নিয়ে গভীর রাতে হামলা চালিয়ে রণজিৎ রাম দাসের বসতঘর জ্বালিয়ে দেয় এবং সুনু মিয়া ও ক্ষিরোদ রাম দাসের বাড়ি তছনছ করে।
তবে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশে রাতেই ফেরদৌস আলম চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিকপুর ইউনিয়নের শোলজুরী, এরালীজুরী ও কাজুরী জলমহাল নিয়ে রণজিৎ রাম দাসের সাথে ফেরদৌস আলম চৌধুরীর কথা কাটাকাটি হয়।
এদিকে অভিযোগ উঠেছে, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা জলমহালটি রতনগঞ্জ মৎস্যজীবী সমিতির নামে ফেরদৌস আলম চৌধুরীকেই ইজারা দেয়ার পায়তারা করছেন।
No comments:
Post a Comment