আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথের লামাকাজীতে রিক্সা স্ট্যান্ড দখল নিয়ে রিক্স্রা শ্রমিকরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ও বিশ্বনাথ সড়ক অবরোধ করে রাখেন।
রোববার দুপুর ১২টায় থেকে প্রায় আধা ঘন্টা এই সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। স্বাভাবিক হয় যানচালাচল।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, লামাকাজী পয়েন্টে রিক্সা স্ট্যান্ড দখল নিয়ে এলাকার ফরিদ উদ্দিন ও রিক্সা চালকদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধটি নিস্পত্তির লক্ষ্যে ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শালিশ বৈঠকে বসেন। এরপর বৈঠকে মুরব্বিগণ সিদ্ধান্ত দেন রিক্স্রা ষ্ট্যান্ড তাদের জায়গ্যায় থাকবে এবং ষ্ট্যান্ডের পিছনে ফরিদ উদ্দিনের নিজ জায়গায় তিনি তার ঘর নির্মাণ করবেন।
এরপর গতকাল ফরিদ উদ্দিন বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করতে গেলে এর প্রতিবাদে রিক্সা শ্রমিকরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ও বিশ্বনাথ সড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখেন। এসময় সড়কে সৃষ্টিহয় যানঝট। খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই আব্দুস ছালামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে সালিশ বৈঠকে বসেছিলাম। এ বৈঠকে সিদ্ধান্তও দেওয়া হয় যে, ফরিদ মিয়া তার নিজ জায়গায় ঘর নির্মান করবেন আর শ্রমিকরা তাদের যে যায়গায় রিক্সা রেখে আসছেন ঐ জায়গাই রিক্সা রাখবেন।
তিনি বলেন, আজ রবিবার আমি শুনেছি, রিক্সা শ্রমিকরা ঘর নির্মাণ করতে গিয়ে ফরিদ মিয়া গংদের নির্মাণ সামগ্রী ফেলে দিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
বিশ্বনাথের লামাকাজীতে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে রিক্সা শ্রমিকদের সড়ক অবরোধ
Sunday, April 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment