শাবিপ্রবিতে ছাত্রী যৌন হয়রানির শিকার ॥ প্রতিবাদে মানববন্ধন মিছিল সমাবেশ ॥ ১০ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি

Tuesday, April 8, 2014

শাবিপ্রবিতে ছাত্রী যৌন হয়রানির শিকার ॥ প্রতিবাদে মানববন্ধন মিছিল


সমাবেশ ॥ ১০ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি


শাবিপ্রবি প্রতিনিধি : এক ছাত্রীকে যৌন হয়রানির জের ধরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এই অপকর্মের প্রতিবাদে করেছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়ে বলেছে, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দীর্ঘ মানববন্ধন করা হয়। শহীদ জননী জাহানারা ইমাম হল ও সিরাজুননেছা চৌধুরী হলের ছাত্রীরা ইভটিজিং ও যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির সহযোগিতায় এর আয়োজন করে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিরাট বিক্ষোভ মিছিল নিয়ে শাবিপ্রবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একটি সমাবেশও করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছে, ৩০ মার্চ শাবিপ্রবি লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের এক ছাত্রীকে ওই বিভাগের কর্মচারী আবু সালেহ যৌন হয়রানি করে। পরদিন এ ব্যাপারে বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। বরং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন যৌন হয়রানির শিকার ছাত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা লোক প্রশাসন বিভাগের কর্মচারী আবু সালেহকে চাকরি থেকে বরখাস্ত, অধ্যাপক মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারা বেগমকে পদচ্যুত করার দাবি জানিয়ে বলেছে, ১০ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চলমান ছবিতে ক্লিক করে ভিডিওচিত্র দেখুন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License