সন্ত্রাসী হামলায় সাংবাদিক তাজ উদ্দিন গুরুতর আহত, সাংবাদিকদের বিক্ষোভ

Saturday, April 12, 2014

আমাদের সিলেট ডটকম:

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক সিলেটের ডাক এর ডেপুটি চীফ রিপোর্টার সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন। শনিবার বিকেলে নগরীর মিরবক্সটুলায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাজ উদ্দিনকে প্রথমে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, তাজ উদ্দিনের উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। হামলার খবর পেয়ে সাংবাদিকরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রুকন উদ্দিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দেন। এসময় তাৎক্ষনিক এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করে এ সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষনা দেন।

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নুর, দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার,দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সিনিয়র সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, খালেদ আহমদ, ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ চয়ন চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশনের মঈন উদ্দিন মঞ্জু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম মুসিক প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License