আমাদের সিলেট ডটকম:
নগরীর পাঠানটুলা এলাকায় ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ছাত্রদল কর্মী। ছাত্রলীগ কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে ঐ ছাত্রদল কর্মীর হাতের একটি আঙ্গুল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাঠানটুলালস্থ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ রোডে এ হামলার ঘটনা ঘটে।
আহত ছাত্রদল কর্মী পলাশ নগরীর আম্বরখানা গড়দোয়ার এলাকার আব্দুল মজিদের ছেলে ও ছাত্রদলের মিজান গ্রুপের কর্মী বলে জানা গেছে। অন্যদিকে, হামলাকারী ছাত্রলীগ কর্মীরা বিধান গ্রুপের সদস্য বলে দাবী করেছে একটি সূত্র।
পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত ছাত্রদল কর্মী মিজানকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ছাত্রদল নেতা পলাশ পরিচিত এক রোগী দেখতে আজ বিকেলে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি বিকেল ৫টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে মোটর সাইকেল যোগের বাসায় ফিরছিলেন। এ সময় ছাত্রলীগ কর্মী বাবলু, শিপলু,রুবেল ও জুনেদসহ ১০/১২ জন তার মোটর সাইকেলের গতিরোধ করে তার উপর হামলা চালায়।দা-কিরিছসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় আত্মরক্ষার্থে পাশের একটি দোকানে আশ্রয় নেন পলাশ। সেখানে গিয়েও ছাত্রলীগ কর্মীরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে পলাশের ডান হাতের একটি আগুল বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরে, হামলাকারীরা চলে যাবার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান।
খবর পেয়ে জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, কাউকে গ্রেফতার বা আটকের খবর পাওয়া যায়নি।
পাঠানটুলায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল কর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন
Thursday, April 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment