আমাদের সিলেট ডটকম:
ছাতকের পল্লীতে প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদিরের পুত্র রফিক মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রবাসী আব্দুল কাদিরের স্ত্রী সায়েরা বেগম (৪৫) গুরুতর আহত হয়। তাকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ধান, বসতঘরসহ অন্তত ২৫লক্ষ টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘরে থাকা দেড়শ’ মন ধান, নগদ টাকা, ২০ভরি ওজনের স্বর্ণালংকার, ৬টি ষ্টিল আলমিরা, পালং, সোফা সেটসহ আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়। গৃহকর্তা রফিক মিয়া জানান, অগ্নিকান্ডের ঘটনায় তার অন্তত ২৫-৩০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫লক্ষ টাকার মালামাল ভষ্মিভূত, আহত ১
Friday, April 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment