আমাদের সিলেট ডটকমঃ
মৌলভীবাজারের বড়লেখায় স্কুল টাইমের পরে খেলাধুলা আর টিভি দেখার অপরাধে পঞ্চম শ্রেণী পড়-য়া দুই সহোদরকে লাঠি পেটা করলেন দুই শিক্ষক।
মঙ্গলবার আহত ছাত্রদের বাবা ওই শিক্ষক দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস’া নিতে ইউএনও এবং শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশিদ কামাল ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর স্কুল ছুটির পরে মাঠে খেলাধুলা ও টিভি দেখার অপরাধে ২, ৫ ও ৬ এপ্রিল পঞ্চম শ্রেণীর ছাত্র সাগর আহমদ ও নুরুল ইসলামকে বেধড়ক লাঠিপেটা করেন। শিক্ষক দ্বয়ের অমানসিক শারিরীক নির্যাতনে দুই শিক্ষার্থীর হাতে, পায়ে, পিটে, হাটুর নিচে ও পায়ের তলায় মারাত্মক জখম হয়।
শিক্ষকের নির্যাতনে আহত ছাত্রদের বাবা তানু মিয়া জানান, ভয়ে ছেলেরা প্রথমে তাকে জানায়নি। শরীরে ক্ষত চিহ্ন দেখে জানতে চাইলে তারা জানায় হেড স্যার ও সহকারী স্যার তাদের লাঠি দিয়ে পিটিয়েছেন। তিনি স্থানীয় এমবিবিএস ডাক্তার দেখিয়ে তাদের চিকিৎসা করাচ্ছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক নাশিদ কামাল লাঠি পেটার অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ভালোর জন্য সামান্য মারধর করেছি। জখম হওয়ার মত মারধর করেননি।
এসএমসির সভাপতি ও ওয়ার্ড মেম্বার আবুল হোসেন আলম জানান যে কোন কারনেই শিক্ষার্থীদের মারধর করা দুঃখজনক। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনাগ্রহী হয়ে উঠবে।
উপজেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন জানান অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্তে ক্লাস্টার এটিইও-কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন- কমিটি গঠন করে দেয়া হয়েছে।
দুই শিশু শিক্ষার্থীকে লাঠিপেটা করলেন শিক্ষক!
Wednesday, April 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment