ছাতক ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

Saturday, April 12, 2014

আমাদের সিলেট ডটকম:

ছাতক ও মৌলভীআজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছাতকে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টায় নোয়ারাই-দোয়ারা সড়কের কাড়ইলগাঁও নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। একই এলাকায় ৩যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্বজন হারাদের হাহাকার আর আর্তচিৎকারে এখানকার বাতাস ভারি হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনারদিন বিকেলে কালারুকা ইউনিয়নের রাজাপুর মাঠে ফুটবল খেলতে যায় ৩ যুবক। খেলা শেষে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল তারা। কিন্তু বাড়ি ফিরলো তারা লাশ হয়ে। মোটরসাইকেল যোগে নোয়ারাই-দোয়ারাবাজার সড়কের কাড়ইলগাঁও নামকস্থানে পৌছলে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে স্বজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ৩ আরোহী। এতে ঘটনাস্থলেই নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের বাবুল মিয়ার পুত্র আব্দুল করিম জনি (২২) ও একই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের আলতাব মিয়ার পুত্র মাছুম আহমদ (২০) মারা যায়। অপর আরোহী বারকাহন গ্রামের আব্দুল কাইয়ূমের পুত্র সায়েম আহমদ (২৩)কে মুমুর্ষ অবস্থায় রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থার অবনতি ঘটলে গতকাল শনিবার দুপুরে সিলেট ইবনেসিনা হাসপাতালে স্থানান্তর করা হলে এখানেও লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। ১৮ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সন্ধ্যায় সে মৃত্যুর কুলে ঢলে পড়ে।

এদিকে, মৌলভীবাজার সদর উপজেলা একটি মালবাহী ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকসহ দুই জনে মারা গেছে। শনিবার বিকেল ৫টায় দিকে উপজেলার রাতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- শ্রীমঙ্গলের সোলেমান মিয়া (১৮) ও জুনাইদ (১৭)। পুলিশ জানায়, বিকেলে একটি মালবোঝাই ট্রাকটর শহরের দিকে যাওয়ার সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটারের চালক ও অপর এক জন মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার সদর থানার ওসি আব্দুস সালেক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License