সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবেবরাত পালিত ॥ আতশবাজি
নিয়ে ঢাকায় সংঘর্ষে নিহত ৯ আহত অর্ধশতাধিক
নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুক্রবার ১৩ জুন দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হয়েছে।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সৌভাগ্যের রজনী হিসেবে বিশেষভাবে সম্মানিত এ রাতটি সর্বস্তরের মুসলমানরা ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করেন।
প্রতিটি মসজিদে রাতভর কোরান তেলাওয়াত, দোয়া-দরূদ ও জিগির-আসকারের মাধ্যমে মুসলমানরা পরম করুণাময় আল্লাহতায়ালার রহমত কামনা করেন।
অন্যদিকে ঢাকার মিরপুরের কালসিতে শবেবরাত উপলক্ষে আতশবাজিকে কেন্দ্র করে বিহারীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে শিশুসহ ৯ নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে।
সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।
No comments:
Post a Comment