আমাদের সিলেট ডটকম : আজ স্বাগতিক ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০১৪ ফিফা বিশ্ব কাপ এবং আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এক সাক্ষাৎকারে বলেছেন, ফাইনালে তিনি বার্সেলোনা সতীর্থ ও ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের বিপক্ষে খেলতে চান।
মেসি আরো বলেন, নেইমারকে যদি ফাইনালে মোকাবেলা করতে না হয় তবে যে কোন প্রতিপক্ষকে পেয়েই তিনি কেবল খুশি হবেন।
ফুটবল এসপানাকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্ব কাপ ফাইনালে খেলতে পারাটা হবে এক স্বপ্ন পূরণ।’
‘এ পর্যন্ত যেভাবে সব কিছু এগুচ্ছে তাতে আমরা ফাইনালে খেলতে পারব বলে আমি মনে করছি। আশা করছি ফাইনালে নেইমারের বিপক্ষে খেলতে পারব। কিন’ যদি তাকে না পাই , তারপর অন্য কোন দল।’
ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার চার বছর পরে ২০০৬ টুর্নামেন্টে অভিষেক হওয়া মেসির এটা হবে তৃতীয় বিশ্ব কাপ।
নিজের ক্যারিয়ারে অনেক ঝলক দেখাতে পারলেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার পর কোচ হিসেবে ম্যারাডোনা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। জাতীয় দলের কোচ হিসেবে জার্মান বিশ্ব কাপে চরম ব্যর্থ হওয়ার পর বরখাস্ত হন ম্যারাডোনা। তবে ম্যারাডোনাকে কোচ হিসেবে পেয়ে নিজকে গর্বিত মনে করছেন মেসি।
২০০৬ বিশ্ব কাপ সম্পর্কে মেসি বলেন, ‘বিশ্ব কাপে আমার প্রথম অভিজ্ঞতা হিসেবে এটা ছিল খুবই সুন্দর।’
‘কিন্তু তারপরের টুর্নামেন্ট থেকে আমরা যেভাবে ছিটকে পড়েছি তা আমার কাছে খুবই কষ্টের ছিল । কেননা সে দলটি ভাল খেলছিল।’
‘সে সময় অনেকেই বলেছিলেন পরাজয়ের বিষয়ে আমি খুব চিন্তিত ছিলাম না, যা মোটেই ঠিক ছিল না।’
‘(মরাডোনা এবং আমি) একসঙ্গে খুবই ভাল করছিলাম। তিনি যেভাবে সকলকে একত্রিত করেছিলেন সেটা বিশেষ কিছু ছিল দলের জন্য।
‘কোন কোন সময় খেলোয়াড়দের চেয়ে কোচকেই দায়ি করা সহজ। কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার জন্য পরিস্কারভাবেই খেলোয়াড়রাই দায়ী।’
বিশ্ব কাপ ফাইনালে নেইমারের বিপক্ষে খেলতে চান মেসি
Wednesday, June 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment