আমাদের সিলেট ডটকম : ব্রাজিলে মেসি-আগুয়েরোদের জন্য কি অপেক্ষা করছে, এর একটা আভাস পেল তারা। অনুশীলনে ব্রাজিল সমর্থকদের কাছ থেকে দুয়ো পেয়েছে লিওনেল মেসি আর স্যার্হিও আগুয়েরোদের আর্জেন্টিনা।
বেলো হরিজনে-তে বুধবার আর্জেন্টিনার অনুশীলন দেখতে ৫ হাজার ফুটবলপ্রেমী হাজির হয়েছিল। এদের মধ্যে ছিলেন স’ানীয়রাও। মেসি-আগুয়েরোরা মাঠে পৌঁছুতেই তাদের অনেকেই দুয়ো দিতে থাকে।
বিষয়টি চরমে পৌঁছে মেসিরা বুট আর জার্সি পরে মাঠে নামলে। তবে মাথা ঠাণ্ডা রেখেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। অনুশীলন শুরুর আগে নিজেদের সমর্থকদের হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তারা।
রোববার ব্রাজিলের ঐতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় বিশ্বকাপ অভিষিক্ত বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের অভিযান।
মেসিদের অনুশীলনে ব্রাজিল সমর্থকদের দুয়ো
Thursday, June 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment