আমাদের সিলেট ডটকম:
শ্রীমঙ্গলের বহুল আলোচিত হাইয়েস মাইক্রো গাড়ির চালক মহসিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আসামি কুমিল্লার বরুরা উপজেলার সাবেক ভাইস চেয়াম্যান সুলেমান পাটোয়ারি মন্টি (৩২)। সোমবার সকালে সিলেটের দ্র্বত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ)’র বিচাকর দিলীপ কুমার দেবনাথ মন্টিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সংশিৱষ্ট সূত্র জানায়, সোমবার সকালে এডভোকেট মো. আলমের মাধ্যমে বিচারকের এজলাসে হাজির হয়ে জামিন আবেদন করেন কুমিল্লার বর্বরা উপজেলার সাবেক ভাইস চেয়াম্যান সুলেমান পাটোয়ারি মন্টি। আদালত তার আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ বেলা ৩ টার দিকে প্রিজন ভ্যানযোগে তাকে কারাগারে নিয়ে যায়। জেলে প্রেরণকৃত আসামী সুলেমান কুমিলৱা জেলার বর্বরা থানার বর্বরা পাটোয়ারী বাড়ির মৃত আবুল হাশেমের পুত্র।
উল্লেখ্য, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থেকে একটি হাইয়েস মাইক্রো ভাড়া করে নিয়ে যায় একটি ছিনতাইকারী চক্র। এরপর গাড়ি চালক মহসিনকে হত্যা করে তার লাশ হবিগঞ্জের শাহজিবাজারে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর গাড়ির মালিক আব্দুল কাদির গাড়ি নিখোঁজের ঘটনায় ২৮ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ৫ অক্টোবর পুলিশ মহসিনের গলিত লাশ উদ্ধার করে। ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার পুলিশ কুমিলৱার বর্বরা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান পাটোয়ারি মন্টির গ্যারেজ থেকে ওই গাড়িটি উদ্ধার ও তিনজনকে আটক করে। এরপর এ ঘটনায় এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনকে আসামি করা হয়। মামলাটি শুর্বতে হবিগঞ্জের আদালতে বিচার চললে পরে সেটি সিলেটের দ্র্বত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা)’র বিচাকর দিলীপ কুমার দেবনাথ এর আদালতে স্থানান্তরিত করা হয়। বিচারক দেবনাথ ২০১৩ সালের ২৩ অক্টোবর মামলা আসামিদের যাবজ্জীবন কারাদন্ডে রায় দেন। এতে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাও করে অনাদায়ে আরো ১ বছর করে কারাদন্ডে দন্ডিত করেন। দন্ডপ্রাপ্তরা হল কুমিলৱা জেলার বর্বরা উপজেলার ভাইস চেয়ারম্যান সুলেমান পাটোয়ারী মন্টি, একই উপজেলার মন্টির সহযোগী আজম খান, জুবায়ের হোসেন, আবদুস শহীদ, শাহ আলম সুমন, শামীম মিয়া, জহুর আলী প্রকাশ কালু, রোমান ওরফে র্ববেল, আলা উদ্দিন, মোঃ সালাউদ্দিন ও মোঃ শাহজাহান। রায় ঘোষণার সময় মন্টিসহ চারজন পলাতক ছিলেন। গতকাল সোমবার জামিনের আবেদন জানাতে এলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
শ্রীমঙ্গলে গাড়িচালক হত্যা মামলায় পলাতক বরুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানকে জেলে প্রেরণ
Monday, June 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment