আমাদের সিলেট ডটকম: সিলেটে ফলে ফরমালিনের বিরুদ্ধে মাঠে নেমেছে প্রশাসন। গতকাল সোমবার নগরীর কদমতলীতে ফলের আড়তে মোবইল কোর্ট বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিনষ্ট করা হয়েছে ১ হাজার কেজি আম। সিলেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান এর নেতৃতে এ অভিযান চালানো হয়।
সিলেট বিএসটিআই সুত্র জানায়, বেশ খিছুদিন থেকে সিলেটে বিভিন্ন ধরনের ফলে ফরমালিন আছে কিনা তা দেখতে মাঠে নামে প্রশাসন। এর অংশ হিসেবে ফলের আড়ত হিসেবে পরিচিত কদমতলীর ইয়াসিন পৱাজায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক অফিস সিলেট এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী শশী কান্ত দাস। তিনি জানান, অভিযানকালে চিশতিয়া ফল ভান্ডারে ফরমালিন যুক্ত আম পাওয়ায় মোবইল কোর্ট বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভেজাল ফল সিলেটের জেলা প্রশাসনের কার্যালয়ে এনে গনমাধ্যসহ প্রশাসনের বিভিন্ন স’ারের কর্মকর্তাদের সামনে বিনষ্ট করা হয়। শশী কান্ত দাস আরো জানান, আরো কটি দোকানে অভিযান চালালেও ফলে ফরমালিন পাওয়াযায়নি। তিনি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।
কদমতলী ফলের আড়তে মোবাইল কোর্ট ৫ হাজার টাকা জরিমানা ॥ এক হাজার কেজি ফল বিনষ্ট
Monday, June 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment