আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের চুনার্বঘাট উপজেলার সাতছড়ি গহীন অরণ্য থেকে সোমবার সকালে র্যাব অভিযান চালিয়ে আরো অস্ত্র উদ্ধার করেছে। এ নিয়ে র্যাব ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি মেশিনগানের ব্যারেল ও ৭ শতাধিক গুলি। সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ি একটি টিলার গর্ত থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে একটি মেশিনগানের ব্যারেল, ৫৬টি কামান বিধ্বংসী গুলি ও ৬৩৩টা এসএমজির গুলি উদ্ধার করা হয়।
ওই এলাকার ৭টি বাংকার থেকে এ পর্যন্ত ১টি রকেট লাঞ্চার, ৪০ মিলিমিটার ২২২টি রকেট, ২৪৮টি রকেট চার্জার, ৪টি মেশিনগান, মেশিনগানের ৫টি ব্যারেল, ১২ হাজার ৯৮৭ রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় অজ্ঞাতনামা আসামি উলেৱখ করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো ঢাকা সেন্ট্রাল অ্যামুনিশন ডিপো ও সেন্ট্রাল অর্ডিনেন্স ডিপোতে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জের সাতছড়ি থেকে আরো অস্ত্র উদ্ধার
Monday, June 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment