আমাদের সিলেট ডটকম : বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে গোল বন্যায় ভাসিয়ে মধুর প্রতিশোধ নিল নেদারল্যান্ডস। গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৫-১ গোলে হারিয়ে চার বছর আগের ক্ষতটায় কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ডাচরা।
২০১০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে জাভি-ইনিয়েস-রা। রোবেনের একটি মিস ডাচদের হতাশায় ডুবায়। তবে এবার আর সেই ভুল করেননি বায়ার্ন মিউনিখের এই তারকা স্টাইকার। রোবেন ও ফন পাসির্র মুহূর্মুহ আক্রমণে ভেঙে পড়ে পিকে, রামোসদের মতো খেলোয়ারদের নিয়ে গঠিত স্পেনের শক্তিশালী রক্ষণভাগ।
২৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল পায় স্পেন। দিয়েগো কস-াকে ডিবক্সের মধ্যে ফেলে দেন ডাচ ডিফেন্ডার স্টেফান ভ্রিজ। পেনাল্টি থেকে গোল তুলে নেন এলেনসো। এগিয়ে যায় স্পেন।
এরপরেই শুরু হয় রোবেন ও ফন পার্সির জাদু। ৪৪ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে তুলে দেয়া একটি বলে অসাধারণভাবে মাথা ছুয়ে দেন পার্সি। ২০ গজ দূর থেকে হেড করা বল ক্যাসিয়াসের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। প্রথমার্ধে সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য খুব একটা বেগ পোহাতে হয়নি নেদারল্যান্ডসকে। ৫৩ মিনিটের মাথায় একটি ভাসা বলকে স্পেন ডিবক্সের মধ্যে দারুণভাবে রিসিভ করেন রোবেন। পাশে থাকা পিকে ও রামোসকে ফাঁকি দিয়ে বাম পায়ের আলতো শটে বল জড়িয়ে দেন জালে। এদিয়ে যায় নেদারল্যান্ডস।
৬৪ মিনিটের মাথায় আবার গোল। এবার ক্যাসিয়াসের জালে বল জড়িয়ে দেন স্টেফেন ভ্রিজ। কর্নার এলাকা থেকে নেয়া একটি ফ্রি কিকের বল সমস- শরীর জালে ঠেলেন ভ্রিজ। ৩-১ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।
আবার ফন পার্সির পালা। ৭২ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন ফন পার্সি। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন রোবেন। স্পেনের রক্ষণভাগ নড়বড়ে হয়ে যায় এই দুই স্ট্রাইকারের আক্রমণে।
বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে গোল বন্যায় ভাসালো নেদারল্যান্ডস
Saturday, June 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment