আমাদের সিলেট ডটকম:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেয়াল ধসে তিনজন নিহত হওয়ার পর স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল।
লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে ঘটনাস্থল সহ মাঠে দক্ষিণ দিকে গ্যালারী ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছেন তারা। এ সময় বিসিবি প্রতিনিধি দল নিহত স্বজনদের সমবেদনা জানান এবং ধৈর্য্যধারণ করার জন্য অনুরোধ করেন।
বিসিবি টিম ম্যানেজার (গ্রাউন্ডস) সৈয়দ আব্দুল বাতেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই স্টেডিয়ামটি এখনও বিসিবি গ্রহন করেনি। বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদ এর তত্বাবধানে রয়েছে স্টেডিয়ামটি। বিসিবি মানবিক দিক বিবেচনা করে ঘটনাস্থল পরিদর্শন করছে।এসময় তিনি বিসিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
বিসিবির প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বিসিবি টিম ম্যানেজার (গ্রাউন্ডস) সৈয়দ আব্দুল বাতেন,আইসিসি টি-টুয়েন্টি ভেন্যু ম্যানেজার শরিফ মাহমুদ পলাশ, বিসিবি ফ্যাসিলিটিস ম্যানেজার জামাল বাবু। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, লাক্কাতুরা চা বাগানের ম্যানেজার সৈয়দ মাহমুদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দেয়াল ধসে এক চা শ্রমিক পরিবারের ৩ জন নিহত হন।
দেয়াল ধ্বসের ঘটনা: সিলেট ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি প্রতিনিধি দল
Wednesday, June 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment