সিলেট এমসি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার
দাবিতে টিলাগড়ে ছাত্রলীগের মানববন্ধন
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
ছাত্রলীগের এমসি কলেজ শাখা রবিবার ৮ জুন কলেজ গেইটের সামনে এই মানববন্ধন করে।
এ সময় এমসি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের নেতা রুহেল তালুকদার ও হোসাইন আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলা চৌধুরী, সাবেক সভাপতি পংকজ পুরকায়স্ত, জেলা যুবলীগ নেতা মাসুক আহমদ, জুনেদ আহমদ, সাহেদ আহমদ, তুহিন আহমদ, এস. এম মুন্না, পাপ্পু আহমদ, জামাল আহমদ, শাহীন আহমদ, সিলেট ল কলেজ ছাত্রলীগের য্গ্মু সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ প্রমুখ।
বক্তারা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এ অবস্থা চলতে দেয়া যায়না।
No comments:
Post a Comment