আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের বড়লেখায় এক দুর্ধষ ডাকাতির পর টহল পুলিশ ধাওয়া করে লুট হওয়া মালামাল ও সিএনজি অটোরিক্সাসহ ১ ডাকাতকে আটক করেছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে উপজেলার দৰিণভাগ ইউপির জুতিরবন্দ গ্রামের প্রবাসী সুরঞ্জিত সিংহের বাড়িতে বুধবার রাত ২টার দিকে। ডাকাতরা এ সময় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান প্রায় ১০ লৰাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আটককৃত ডাকাত একই ইউপির গজভাগ গ্রামের আব্দুল মজিদের পুত্র আব্দুন নুর ( ৩০ )। সে আটক সিএনজি আটোরিক্সার মালিক।
বড়লেখা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দৰিণভাগ ইউপির জুতিরবন্দ গ্রামের প্রবাসী সুরঞ্জিত সিংহের বাড়িতে বুধবার প্রচন্ড বৃষ্টির সময় রাত প্রায় ২টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত হানা দিয়ে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান প্রায় ১০ লৰাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ওই এলাকায় দায়িত্বরত পুলিশের টহল টিম ডাকাতদের দাওয়া করে। পরে থানার অফিসার ইনচার্জ আবুল হাসেমের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতদের ধাওয়া করে উপজেলার কুইয়াছড়ি ব্রিজের পাশে গিয়ে ডাকাতদের বহনকারী সিএনজির গতিরোধ করে। এ সময় ৫ জন ডাকাত পালিয়ে গেলেও সিএনজি ড্রাইবার ও ডাকাত আব্দুন নূরকে লুট হওয়া মালামাল ও সিএনজি অটোরিক্সাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মালামাল হল ২ জোড়া স্বর্ণের চুড়ি, বালা ৩ জোড়া, র্বপার বালা ৫ জোড়া, র্বপার নুপুর ১ জোড়া, কানের দোল ৭ জোড়া সিংক ঝুমকাসহ, আংটি ৩টি, চেইন ৫টি, স্বর্ণের বড় হার ২ গাছা, মোবাইল ৬টি, মেগনেট লাইট ২টি, নগদ বিদেশি টাকা ১০৫ দেরহাম, ডাকাতির কাজে ব্যবহৃত স্ত্রু ড্রাইবার ১টি, মুখোশ ১টি।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম ডাকাতি ও লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাতদের গ্রেফতার করেতে পুলিশ সাড়াশি আভিযান চালাচ্ছে।
বড়লেখায় প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি লুট হওয়া মালামাল উদ্ধার : সিএনজি অটোরিক্সাসহ ১ ডাকাত গ্রেফতার
Wednesday, June 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment