আমাদের সিলেট ডটকম:
ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার হওয়া কলেজ ছাত্রলীগ সভাপতি সৌমেন দের গ্রেফতার ও পরবর্তীতে দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি জন্ম দিয়েছে নানা প্রশ্নের।
গত শনিবার রাতে সিলেট রেলস্টেশন থেকে গ্রেফতার হওয়া কলেজ ছাত্রলীগ সভাপতি সৌমেন দে গতকাল রোববার সিলেটের আমলী আদালত-১ এর বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঐ জবানবন্দিতে দেয়া তথ্য তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে প্রকাশ করছেনা পুলিশ। জবানবন্দির কপি রয়েছে এসএমপি কমিশনারের দফতরে। তবে, পুলিশের বিভিন্ন সূত্রের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ছাত্রলীগ নেতাদের দাবী অনুযায়ী দেড় লাখ চাঁদা না দেয়ার কারণেই খুন হন তাওহীদ। ঐ জবানবন্দিতে সৌমেন তাওহীদকে নির্যাতনে অংশ নেয়া তার ১৫ সহযোগীর নামও প্রকাশ করেছেন বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে পাওয়া এসব তথ্য জন্ম দিয়েছে নানা প্রশ্নের। বিশেষ করে ঘটনার মূল নায়ক কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাফি আটক না হলেও সিলেট রেল স্টেশন থেকে আকস্মিকভাবে সৌমেন গ্রেফতার হওয়ার বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন অনেকে। এমনকি গা ঢাকা দেয়া বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে নির্লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা।
এদিকে, দুই লাখ টাকা চাঁদা দাবীর বিষয়টির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। কি ঘটনায় বা কি অজুহাতে চাঁদা দাবী করা হয়েছিল তাওহীদের কাছে সেটিও প্রশ্ন সাপেক্ষ। কি কারণে তাওহীদ ৫০ হাজার টাকা দিয়েছিলেন সৌমেন ও তার সহযোগীদের সে প্রশ্নেরও উত্তর মেলেনি ১৬৪ ধারার জবানবন্দিতে।
ছাত্রদল নেতা তাওহীদ হত্যা কান্ড: সৌমেনের গ্রেফতার ও জবানবন্দি জন্ম দিচ্ছে নানা প্রশ্নের
Monday, June 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment