আমাদের সিলেট ডটকম:
সিলেটের এমসি কলেজের ছাত্রলীগ নেতারা এখনও নিজেরাই নিজেদের শত্রুতে পরিনত হয়েছে। আর এসবের নেপথ্যে রয়েছে তাদের চাঁদাবাজি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড। এছাড়াও ক্যাম্পাসে রয়েছে আধিপত্য নিয়ে ছাত্রলীগের আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার। টিলাগড় কেন্দ্রেীক ছাত্রলীগ গ্রুপের মধ্যে রয়েছে ব্যাপক অবৈধ অস্ত্রর মজুদ। যার কারণে সংঘর্ষ হলেও দেখা যায় ছাত্রলীগের অস্ত্রের ঝনঝনানি।
এবার এমসি কলেজের ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রলীগ। রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি পঙ্কজ গ্রুপের নেতাকর্মীরা জেলার সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করে পঙ্কজ গ্র্বপের নেতা-কর্মীরা। আর প্রকাশ্যে থেকে নেতৃত্ব দিয়ে নানা ধরনের নাটকের সৃষ্টি করেছে পঙ্কজ। কর্মসূচি থেকে ক্যাম্পাস থেকে নিপু গ্রুপের অস্ত্রধারী ক্যাডারদের গ্রেফতার, শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেনকে প্রত্যাহার ও পঙ্কজ গ্রুপের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
বক্তারা বলেন- এমসি কলেজ ছাত্রলীগ নেতা ছদরুল ও নিরেশের উপর হামলাকারী ক্যাডাররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেফতার না করে পঙ্কজ গ্রুপের নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। পুলিশ একমুখী আচরণ করছে দাবি করে তারা শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেনের অপসারণ দাবি করেন
সমাবেশে হিরণ মাহমুদ নিপু গ্রুপকে উদ্দেশ্য করে বক্তারা বলেন- উদয় সিংহ পলাশের হত্যাকারীরা এখনো প্রকাশ্যে ক্যাম্পাসে অস্ত্রবাজী, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ছিনতাইর মতো অপরাধ করে যাচ্ছে। তাদের কারণে এমসি কলেজ ক্যাম্পাসে শান্তি ফিরছে না। পলাশ হত্যাকারীদের ফাঁসির দাবি জানান বক্তারা।
No comments:
Post a Comment