আমাদের সিলেট ডেস্ক : নতুন করে সংঘাত দেখা দেয়ায় ইরাকে কর্মী পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ সরকার।
গত কিছুদিন ধরে ইরাকজুড়ে চলা সংঘাতের প্রেক্ষাপটে গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই সিদ্ধানে-র কথা জানিয়েছে।
বাংলাদেশিদের মধ্যে যারা ইরাকে রয়েছেন, তাদের সতর্ক থেকে সংঘাত এড়ানোর পরামর্শও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধবিধ্বস- ইরাকে বর্তমানে ১৪ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর অধিকাংশই নির্মাণ কাজে যুক্ত।
দীর্ঘ যুদ্ধের পর দেশ পুনর্গঠনে বাংলাদেশের কাছে কর্মী চেয়েছিল ইরাক সরকার। তারপর গত বছর ইরাকে ৩০ হাজার কর্মী পাঠাতে দুই দেশের সমঝোতা স্মারক সই হয়।
কিন’ গত কিছুদিন ধরে ইরাকে সুন্নি বিদ্রোহী দল একটির পর একটি শহর দখলে নেয়ার পর শিয়া দলগুলো তাদের প্রতিরোধের ডাক দিয়েছে।
আর এই অবস্থায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে কর্মী পাঠানো আপাতত বন্ধ রাখার সিদ্ধান- নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে পরিসি’তি নিরাপদ না হওয়া পর্যন্ত কর্মী পাঠানো হবে না।
ইরাকের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, বাগদাদে বাংলাদেশ মিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
ইরাকে থাকা বাংলাদেশি কর্মীরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ইরাকে কর্মী পাঠানো আপাতত বন্ধ
Saturday, June 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment