আমাদের সিলেট ডটকম : গোয়াইনঘাটে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আব্দুল মালিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন-ত আরো ২৫ জন।
গতকাল শনিবার উপজেলার নন্দিরগাঁও পশ্চিমপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবদুল মালিক সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও পশ্চিমপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, নন্দিরগাঁও পশ্চিমপাড়ার মাওলানা তবারক আলীর ছেলে দুলু মিয়ার (২৬) সাথে পার্শ্ববর্তী কোমপানীগঞ্জ উপজেলার পূর্ণাছগাম গ্রামের লোকজনের সাথে অর্থ লেনদেন ছিল। দুলুর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে না পেরে পূর্ণাছগাম গ্রামের লোকজন দুলুর গ্রামের আবদুল মালিকের কয়েকটি গরু ধরে নিয়ে যায়।
গতকাল ফজরের নামাজের পর নন্দিরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ নিয়ে আব্দুল মালিকের সাথে দুলুর কথা কাটাকাটি হয়। দুলুর কারণে পূর্ণাছগাম গ্রামের লোকজন তার গরু ধরে নিয়ে গেছে বলে দোষারোপ করেন আবদুল মালিক। আবদুল মালিকের পক্ষ নেন মসজিদ থেকে নামাজ আদায় করে বের হওয়া বেশ কিছু মুসল্লীও।
এক পর্যায়ে দুলু মিয়া বাড়িতে গিয়ে তার লোকজন নিয়ে আব্দুল মালিকসহ অন্যদের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান আবদুল মালিক। এ সময় আহত হন গ্রামের আরো ২৫ ব্যক্তি। খবর পেয়ে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খায়রুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোয়াইনঘাট থানার ওসি জানান, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
গোয়াইনঘাটে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
Saturday, June 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment