আমাদের সিলেট ডটকম:
সড়ক সংস্কার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ট্রাক ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল সোমবারও কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক চলাচল বন্ধ ছিল। সিলেট জেলা ট্রাক মালিক সমিতি ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে গত রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরচ হয়েছে।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ধর্মঘটের দ্বিতীয় দিন অতিবাহিত হলেও রাস্তা সংস্কার ও চাঁদাবাজদের বিরচদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, সম্প্রতি কোম্পানীগঞ্জ সড়ক পরিদর্শনে আসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রাস্তার উন্নয়নের জন্য ৬শ’ কোটি টাকা বরাদ্দ দেন এবং প্রাথমিকভাবে সংস্কারেরও তাগিদ দেন। কিন’ এতে কোন ফল পাওয়া যায়নি। এমতাবস’ায় রাস্তা সংস্কারের নামে স্থানীয় প্রভাবশালী একটি মহলের নেতৃত্বে রাস্তায় ট্রাক থামিয়ে চাঁদা তোলার অভিযোগ তুলেন ড্রাইভার শ্রমিকরা। তাদের দাবি- প্রতিদিন গাড়ি থামিয়ে তাদের কাছ থেকে ১শ’ থেকে ৫ শ’ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। এর পরিপ্রেৰিতে সিলেট জেলা ট্রাক মালিক সমিতি ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কয়েকবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। কিন’ তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে তারা ট্রাক ধর্মঘটের ডাক দেন বলে সংগঠন দু’টির নেতারা জানান।
কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ধর্মঘট অব্যাহত রাস্তা সংস্কার ও চাঁদাবাজী বন্ধে উদ্যোগ নেই
Monday, June 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment