আমাদের সিলেট ডটকম:
সিলেটে ট্রাক থেকে ২০ টাকা করে চাঁদা আদায়কালে পুলিশ দু’শ্রমিক নেতাকে আটক করলেও আন্দোলনের মুখে ছেড়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহপরান বাইপাস এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়লে তাদের অনুসারীরা দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ স্কয়ার ও শাহপরান বাইপাস অবরোধ করে। ঘন্টা খানেক অবরোধের পর পুলিশ আটককৃতদের ছেড়ে দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। এদিকে, কোম্পানীগঞ্জ রোডে চাঁদা বন্ধ ও রাস্তা সংস্কার করার দাবিতে চলমান ট্রাক ধর্মঘট সিলেট জেলাজুড়ে আরো ৭২ ঘন্টা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ সুরমায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, ট্রাক শ্রমিক ইউনিয়নের ব্যানারে সিলেট শহর বাইপাস (শাহপরান বাইপাস) এলাকায় প্রতিনিয়ত চাঁদাবাজি করে আসছে শ্রমিক নেতারা। তাদের নিজস্ব পরিবহন থেকে চাঁদা আদায় করার কথা থাকলেও সকল ট্রাক থেকে টাকা তোলার খবরে পুলিশ বার বার তাদের নিষেধ দেয়। কিন’ পুলিশি নির্দেশনা না মেনে শ্রমিক নেতারা চাঁদাবাজি অব্যাহত রাখলে বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাইপাস থেকে চাঁদা আদায়কালে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটকের খবর ছড়িয়ে পড়লে তাদের অনুসারীরা বেলা সাড়ে ৩টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ স্কয়ার ও শাহপরান বাইপাস অবরোধ করে তাদের মুক্তি দাবি জানায়। অন্যথায় ধর্মঘটসহ আন্দোলন কর্মসূচির হুমকি দেয়। পরে পুলিশ আটককৃতদের ছেড়ে দিলে সাড়ে ৪টায় অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি আটক করার কথা স্বীকার করলেও দু’শ্রমিক নেতারা নাম জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, প্রায় ৬ বছর আগে তাদের ২০টাকা করে চাঁদা তোলার অনুমতির কাগজ দেখালে পুলিশ তাদের সতর্ক করে ছেড়ে দেয়। কে বা কারা এ চাঁদাবাজির অনুমতি দিয়েছে জানতে চাইলে ওসি বলেন, সমিতির নিজস্ব পরিবহন থেকে চাঁদা আদায় করার অনুমতির কাগজপত্র তারা দেখিয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মুরসালিন জানান, ট্রাক শ্রমিকরা তাদের নেতাদের মুক্তির দাবিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ স্কয়ার ও শাহপরান বাইপাস অবরোধ করে।
ট্রাক ধর্মঘট: সিলেট জেলাজুড়ে আরো ৭২ ঘন্টা বাড়ানো বাড়ানো হয়েছে; চাঁদাবাজিকালে আটক দু’শ্রমিক নেতাকে ছেড়ে দিলো পুলিশ
Thursday, June 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment