আমাদের সিলেট ডটকম:
ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আড়াইটায় মহাসড়কের ভূলতাপুরে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় হামলার শিকার হয় সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের এ্যাম্বুলেন্সসহ বেশ কিছু গাড়ি। ডাকাতদের হামলায় আহত হন এ্যাম্বুলেন্সের চালকসহ ৩ জন।
জানা গেছে, ঢাকায় রোগী রেখে সিলেট ফেরার পথে রাত আড়াইটার দিকে নরসিংদী ও নারায়নগঞ্জের মধ্যবর্তী ভূলতাপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে একদল সশস্ত্র ডাকাত। এ সময় তারা বিভিন্ন গাড়ির চালকসহ যাত্রীদের মারধোর করতে থাকে। ডাকাতিতে বাধা দেওয়ায় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক লুকমান হোসেনকে কুপিয়ে আহত করে। এ সময় এক ডাক্তারসহ ওয়ার্ডবয় সম্রাট মিয়া আহত হন। এছাড়া, ডাকাতদল এ্যাম্বুলেন্সে ভাঙ্চুরও করে। আহতরা প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। পরে গতকাল রবিবার সকালে তাদের সিলেট এনে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতি হামলায় এ্যাম্বুলেন্স চালকসহ আহত ৩
Sunday, June 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment