অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশদের উপর চাপ সৃষ্টি করলো চিলি

Saturday, June 14, 2014

আমাদের সিলেট ডটকম : এ্যালেক্সিস সানচেজের সহায়তায় অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বকাপে শুভ সূচনা করেছে চিলি। এর ফলে গ্রুপ-বি থেকে নেদারল্যান্ডের সাথে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে থাকলো চিলিয়ানরা। একইসাথে তারা ডাচদের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হওয়া এই গ্রুপের অপর শক্তিশালী দল স্পেনের উপরেও চাপ সৃষ্টি করে রাখলো।

প্রথমে নিজে গোল করে এবং দুই মিনিট পরে জর্জ ভালডিভিয়াকে দিয়ে গোল করিয়ে বার্সেলোনার তারকা সানচেজ চিলিকে ম্যাচের শুরুতেই এগিয়ে দেন। তারকা স্ট্রাইকার টিম কেহিল বিরতির আগে সকারুজদের পক্ষে সান-নাসূচক গোলটি করলেও ইনজুরি টাইমে জিন বিউসেজার চিলির পক্ষে তৃতীয় গোল করলে দলের জয় নিশ্চিত হয়। এর আগে দিনের শুরুতে সালভাদোরে নেদারল্যান্ডের কাছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ৫-১ গোলে বিধ্বন- হবার পরে ১৮ জন রিও ডি জেনিরোতে চিলির বিপক্ষে ম্যাচটি স্প্যানিশদের জন্য বাঁচা মরার লড়াইয়ে পরিনত হলো।

কুইয়াবার এরিনা পানটানালের ফ্ল্যাডলাইটের আলোয় চিলি সকারুজদের বিপক্ষে একটু বেশী আক্রমনাত্মক ছিল। ১২ মিনিটে অস্ট্রেলিয়ান বক্সের ভিতর মিডফিল্ডার চার্লস আরানগুইজের দারুন একটি প্রচেষ্টা থেকে বল পেয়ে যান সানচেজ। অস্ট্রেলিয়ান রক্ষনভাগকে ভেঙ্গে তার থেকে দলকে এগিয়ে দিতে ভুল করেননি এই কাতালান স্ট্রাইকার। ডান পায়ের জোড়ালো শটে তিনি অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাট রায়ানকে পরাস- করেন। বিশহাজার শক্তিশালী চিলিয়ান সমর্থকের সাথে কাল মাঠে বসে নিজ দেশকে সমর্থন যুগিয়েছেন ম্যানচেস্টার সিটির ম্যানেজার ম্যানুয়েল পেলেগ্রিনি এবং চিলির রাষ্ট্রপতি মিশেল বাখেলেট।

এগিয়ে যাবার দুই মিনিট পরে অস্ট্রেলিয়ান রক্ষনভাগ আবারো নিজেদের ভুলের কাছে পরাস্ত হয়। প্রায় ফাঁকায় দাঁড়ানো ভালডিভিয়ার কাছে সানচেজ বল বাড়িয়ে দিলে গোলরক্ষকের খুব কাছে থেকে বল জালে জড়ান এই মিডফিল্ডার। ১৯৬২ সালে ঘরের মাটিতে তৃতীয় স্থান লাভ করার পরে এই প্রথমবারের মত বিশাল লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছে চিলি। আর সেই লক্ষ্যে এগিয়ে যাবার জন্য এর থেকে ভাল সূচনা আর কিছুই হতে পারেনা।

দুই গোলে পিছিয়ে থাকার পরে অস্ট্রেলিয়ান কোচ আনগে পোস্টেকোগলু দলের তরুন খেলোয়াড়দের ঝালিয়ে নেবার সুযোগ গ্রহণ করেন। অস্ট্রেলিয়া যদি ম্যাচে ফিরে আসার মত কোন লক্ষ্য স্থির করে তবে তাতে বরাবরের মতই মূখ্য ভূমিকা পালন করতে হবে অভিজ্ঞ কেহিলেরই। দেশের হয়ে সর্বকালের এই সেরা গোলদাতাই শেষ পর্যন্ত দলের পক্ষে একটি গোল শোধ করেন। নিউ ইয়র্ক রেড বুলসের এই স্ট্রাইকার ৩৫ মিনিটে চিলির অধিনায়ক ও গোলরক্ষক ক্লডিও ব্র্যাভোকে হেডের সাহায্যে পরাস্ত করেন। দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে লাল কার্ড পাওয়া কেহিল বিরতির ঠিক আগে তার দ্বিতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু ব্র্যাভোর দক্ষতায় আবারো রক্ষা পায় চিলি।

হাঁটুর ইনজুরি কাটিয়ে কাল চিলির পক্ষে মাঠে নেমেছিলেন তারকা মিডফিল্ডার আরটুরো ভিডাল। ৬০ মিনিটে অবশ্য তার পরিবর্তে মাঠে নামেন ফিলিপ গুটিরেজ। দ্বিতীয়ার্ধেও সকারুজদের পক্ষে একমাত্র কেহিলই নিজের নামের প্রতি সুবিচার করেছেন। তবে দলকে টেনে তোলার জন্য তার একক প্রচেষ্টা যথেষ্ট ছিল না। ইনজুরি টাইমে বদলী খেলোয়াড় বিউসিজার দলের পক্ষে তৃতীয় গোল করলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লডিও ব্র্যাভোর দল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License