প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি বিকে দাসের পরলোকগমণ

Thursday, June 12, 2014

আমাদের সিলেট ডটকম:

বাংলাদেশ প্রেসক কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, সুপ্রিমকোটের্র আপিল বিভাগের সাবেক বিচারপতি ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিজন কুমার দাস (বিকে দাস) আর নেই।

বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিমকোটের্র রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম এ তথ্য জানান।

বিচারপতি বিকে দাস-এর মূলবাড়ি সিলেট নগরীর মীর্জাজাঙ্গাল রাজবাড়ি এলাকায়। ১৯৪৩ সালে সিলেটে জন্মগ্রহণকারী এই কৃতি ব্যক্তি বঙ্গবন্ধু হত্যা মামলায় আপিল বিভাগের অন্যতম বিচারপতি ছিলেন। ১৯৯১ সালে তিনি প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। অবসরে যাওয়ার পর ২০১০ সালের ১০ নভেম্বর তিন বছরের জন্য তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকে দাসের মরদেহ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে তার দীর্ঘ দিনের কর্মস’ল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়। বিকে দাসের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সুপ্রিমকোটের্র প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি এসকে (সুরেন্দ্র কুমার) সিনহা, আবদুল ওয়াহহাব মিঞাসহ উভয় বিভাগের বিচারপতিরা। এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাড. আবদুল মতিন খসরু, শ ম রেজাউল করিমসহ সুপ্রিমকোটের্র অন্য আইনজীবীরা। বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তার মরদেহ ইতিমধ্যে সিলেটের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License