আমাদের সিলেট ডটকম:
সিলেটে বিভাগীয় স্টেডিয়ামের দেয়াল সংলগ্ন ১২টি পরিবারকে বুধবার দুপুরের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে কমিশনার বলেন, সরকারি সহায়তা আসার আগ পর্যন্ত সেখানে অবস্থানরত ১২টি পরিবারকে লাক্কাতুরা চা বাগান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, দেয়াল ধসে স্কুল ছাত্রসহ তিনজনের মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তদন্ত কমিটির সদস্যরা এরই মধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত কমিটি আজই সিলেট এসে পৌঁছবে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র।
অপরদিকে, বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে ত্রুটির বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে। বুধবার সকালে বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও তদন্ত কমিটির প্রধান হাসান মাহমুদ জানান, তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। গত মঙ্গলবার তারা এ নিয়ে সংস্লিষ্টদের সাথে কথা বলেছেন।গত মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ প্রেক্ষিতে তদন্ত কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করে। বিসিবি’র একটি টিমও আজ ঘটনাস্থল পরিদর্শনে এসেছে।
উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে বিভাগীয় স্টেডিয়ামের দেয়াল ধসে চাপা পড়ে ৩ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামের দেয়াল সংলগ্ন ১২টি পরিবারকে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ
Wednesday, June 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment