সৈয়দ সাহিল, ফ্রান্সের প্যারিস থেকেঃ গতকাল প্যারিসের ক্যাতসীমা নামক এলাকায় (রুই দা লাপষ্ট) আটতলা একটি ভবনে আগুন লাগে স্থানীয় সময় ৮ ঘটিকার দিকে। জানা যায়, ওই ভবনের কয়েকটি তলায় সাতটি বাঙালি মেস ও চারটি বাঙালি পরিবার এবং আফ্রিকান কয়েকটা পরিবার বসবাস করেন। প্রায় ১৬০ জনের মতো মানুষ এই ভবনটিতে বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন বাংলাদেশী ও অন্যান্য দেশী চারজন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন।বাংলাদেশী দুইজনের মধ্যে একজনের নাম আব্দুর আল মামুন। তার দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার থানায় এবং অন্যজন সাইফুর রহমান। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা থানায়। জানা যায়, আব্দুর আল মামুন ও সাইফুর রহমান তারা ভবনটির ৪র্থ তলাতে একটি মেসে বসবাস করতেন। আগুন লাগার পর তারা সিঁড়ি দিয়ে প্রথমে নামার চেষ্টা করে, সিঁড়িতে আসতেই ধোঁয়া দেখে তারা বাঁচার জন্য ভবনটি থেকে লাফ দিয়ে আহত হন। তবে দুজনের মধ্যে আব্দুর আল মামুন গুরুতর আহত হয়ে হাসপাতালে নেবার পর মারা গেছেন। প্যারিস ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণের আনে।
ফ্রান্সের প্যারিসে ভয়াবহ অগ্নিকান্ড বিয়ানীবাজারের একজনের মৃত্যু
Monday, June 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment