ককটেল ফুটিয়ে নবীন বরণ অনুষ্ঠানে শিৰার্থীদের স্বাগত জানাল ছাত্রলীগ

Monday, June 9, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটের বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ। মদন মোহন কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগ নেতারা ককটেল বিস্ফোরণ ঘটায়। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে কলেজের নবীন ছাত্রছাত্রী ভর্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় ছাত্রলীগের দু’টি গ্রুপর মধ্যে।এক পর্যায়ে ক্যাম্পাসে ও প্রধান ফটকের সামনে উভয় গ্রুপ ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সিলটেক্স নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উলৱাহ বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে ককটেল বিস্ফোরণ নয়, চকলেট বোমা ফাটানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License