আমাদের সিলেট ডটকম:
সিলেটের বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ। মদন মোহন কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগ নেতারা ককটেল বিস্ফোরণ ঘটায়। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে কলেজের নবীন ছাত্রছাত্রী ভর্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় ছাত্রলীগের দু’টি গ্রুপর মধ্যে।এক পর্যায়ে ক্যাম্পাসে ও প্রধান ফটকের সামনে উভয় গ্রুপ ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সিলটেক্স নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উলৱাহ বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে ককটেল বিস্ফোরণ নয়, চকলেট বোমা ফাটানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ককটেল ফুটিয়ে নবীন বরণ অনুষ্ঠানে শিৰার্থীদের স্বাগত জানাল ছাত্রলীগ
Monday, June 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment