মেয়র আরিফের নেতৃত্বে সিলেট নগরীতে ভেজাল বিরোধী অভিযান

Thursday, June 12, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট সিটি কর্পোরেশন প্রথমবারের মতো নগরীতে ভেজাল ফরমালিনযুক্ত খাদ্য চিহ্নিত করে আইনানুগ ব্যবস’া গ্রহনের অভিযানে নেমেছে। সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে এর আগে ফরমালিনযুক্ত খাদ্য চিহ্নিত করার অভিযান পরিচালনা করেনি। বৃহস্পতিবার বেলা ৩টা থেকে এই অভিযান শুরু করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এই অভিযানে নেত্বত্ব দেন।

জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সহযোগিতা নিয়ে পরিচালিত এই অভিযানকালে চারটি প্রতিষ্ঠানকে ফরমালিনযুক্ত ফল রাখার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে লেচু, আঙ্‌গুর, আমসহ অন্যান্য ফলমূল ছাড়াও মাছের বাজারে গিয়ে ফরমালিনযুক্ত রুই মাছ জব্ধ করা হয়।

প্রথমে নগরীর বন্দরবাজারস’ ফলের দোকানে অভিযান চালায় সিটি কর্পোরেশন। একে একে লেচু, আঙুর, তরমুজ, আপেল, লটকন, আম-এর ফরমালিন পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, তরমুজ ছাড়া প্রতিটি ফলেই ফরমালিন আছে। বিশেষ করে আঙুর ফলে সবচেয়ে বেশি মাত্রায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়। ফরমালিনযুক্ত ফলমূল সিটি কর্পোরেশনের টিম ম্যাজিস্টেটের উপসি’তিতে জব্ধ করে নিয়ে আসে এবং ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান চলাকালে ফল বিক্রেতা ফয়েজ আহমদ তাদের কোন দোষ নেই বলে দাবি করেন। তিনি জানান, তারা দক্ষিণ সুরমা আড়ত থেকে ফল কিনে নিয়ে এসে বিক্রি করেন। ফলমূলে ফরমালিন আছে কীনা তা তারা জানেন না। আড়তে গিয়ে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য তারা অনুরোধ জানান।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুধাময় মজুমদার জানান, সিলেট সিটিগধুড়ৎ চরপ-১২.৬.১৪-৫ কর্পোরেশনের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এরকম অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রথমবারের মতো এই অভিযানের যে ফলাফল তা রীতিমতো ভীতিকর। যে মাত্রায় ফলে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে তা শিউরে উঠার মতো। তিনি বলেন, ফলমূলের মাধ্যমে এই ধরনের ফরমালিন শরীরে প্রবেশ করে মানবদেহের মারাত্মক ক্ষতিসাধন করতে পারে। এতে করে ক্যান্সারসহ অনেক দূরারোগ্য রোগ হওয়ার সম্ভাবনা আছে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা আজ (বৃহস্পতিবার) অভিযানের প্রথম দিন সীমিত পরিসরে অভিযান চালিয়েছি। ধীরে ধীরে এই অভিযান নিয়মিতভাবে ও বৃহৎ পরিসরে চালানো হবে। মেয়র জানান, শুধু খুচরা পর্যায়ে পরবর্তীতে পাইকারী ও আড়তে গিয়ে ফরমালিন আছে কীনা পরীক্ষা করা হবে। এই ধরনের জনগুরুত্বপূর্ণ অভিযানে সহযোগিতার জন্য তিনি সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্টেট মোস্তাফিজুর রহমান, সিটি কর্পোরেশনের চীফ কনজারভেন্সী অফিসার মো: হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো: মঈন উদ্দিন মন্‌জু, বিএসটিআই এর প্রকৌশলী শশী কান্ত দাস, ফিল্ড অফিসার রাজীব দাশ গুপ্ত, সিটি কর্পোরেশনের স্যানেটারী ইন্সপেক্টর আলবাব আহমদ চৌধুরীসহ আরও অনেকে।


arif2







Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License